চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে লাল্টু মিয়া নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
সোমবার বেলা সাড়ে চারটার সময় আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। আটককৃত লাল্টু মিয়া (৪১) আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর ঈদগাহ পাড়ার রুহুল আমিনের ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ৪ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মানুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স লাল্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত লাল্টুর শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ারে রাখা ১শ’ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটককৃত লাল্টুকে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, আটককৃত লাল্টু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।