কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে চৌদ্দ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন শুক্রবার সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাটে লকডাউনের প্রথম দিনে অধিকাংশ জায়গায় লোক সমাগম দেখা গেছে সকাল থেকেই।
চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় সকাল সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গায় অধিকাংশ এলাকায় মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনী গাড়ি রাস্তায় দেখে গেছে।লোকসমাগম এলাকায় সাধারণ মানুষদের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলছেন।
জেলা চামড়া সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা বলেন, এই অর্থ সংকটের কারনে এবছর চামড়া সংগ্রহের লক্ষমাত্রা অর্জন হবেনা বলে জানান তারা। তাই সরকারের সহায়তা কামনা করেছেন কুষ্টিয়া চামড়া সমিতির এই নেতা।