চুয়াডাঙ্গায় ৭ জন করোনা আক্রান্ত
চুয়াডাঙ্গায় আবারো ঈদের পর বাড়ছে করোনায় ৪র্থ ধাপে আক্রান্তের সংখ্যা। চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭ জন।
চুয়াডাঙ্গায় মোট ২১০ জন মৃত্যুবরণ করেছে এরমধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৯০ জন এবং জেলার বাইরে ২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯০৫ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার ৪০ জনের নমুনা সংগ্রহ করেছে ।
এ সময় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯০৫ জনে। বৃহস্পতিবার নতুন কোনো করোনা রোগী সুস্থ হয়নি।বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে কেও নাই ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মোঃ সাজ্জাৎ হাসান আরো বলেন, গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ১৭.৫০ শতাংশ।