চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে।
১৪২৮তম এই আসরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্ব অনুষ্ঠানের শুরুতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এইচ. আলী বিশ্বাস (এ্যালবার্ড)।
কাজল মাহমুদের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন নাট্যজন ও গল্পকার মো. আলাউদ্দীন, ইব্রাহিম খলিল, জিল্লুর রহমান রুবেল, হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ, ডা. তোফাজ্জেল হোসেন, হোসেন জাকির, আনছার আলী ও সুমন ইকবাল।
চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন আশিকুজ্জামান আসাদ। পঠিত লেখার উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এইচ. আলী বিশ্বাস (এ্যালবার্ড), মো. আলাউদ্দীন ও কাজল মাহমুদ।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ প্রতি শুক্রবার বিকালে অনুষ্ঠেয় এই সাহিত্য আসরে অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন তিনি।