চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা আওয়ামী লীগের অফিসে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিয় করেছেন।
মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আপনারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করুন। সরকার বিনা পয়সায় টিকা পাঠিয়েছে আপনারা যদি টিকা না নেন তাহলে আলমডাঙ্গা উপজেলার বরাদ্ধকৃত টিকা পাশের উপজেলা নিয়ে যাবে। আপনারা টাকা থেকে বঞ্চিত হবেন।
তিনি পৌর আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করে দলের ভাবমূর্তি উজ্জল করেছেন। নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চতুর্থ বারের মত পৌর মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
নবনির্বাচিত মেয়র হাসান কাদীর গনু বলেন, আমি সর্বপ্রথম প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের এক মাত্র ভরসা সকলের প্রাণ প্রিয় নেতা এমপি ছেলুন জোয়ার্দারকে, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে। আমি আপনাদের কাছে সত্যি ঋণি, আল্লাহর ইচ্ছায় ৪র্থ বারের মতো মেয়র নির্বাচিত করায় পৌরবাসিসহ সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন আমি যেন এই পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে পারি, সে জন্য আপনারা সহযোগীতা করবেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারি, জেলা সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, এ্যাড. শামসুজ্জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মন্টু, মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু, যুগ্ম-সম্পাদক কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, আবু মুছা, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মদ ডন,
আওয়ামী লীগ নেতা দিদার আলী, আবু সাইদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, রাহাব আলী, হাফিজুর রহমান বাবলু, আশিকুর রহমান ওল্টু, হান্নান মাস্টার, চঞ্চল মাহমুদ, নুরুল ইসলাম দিপু, তরিকুল ইসলাম, মকবুল হোসেন, আবু তাহের আবু, রকিবুল ইসলাম, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, সোনা উল্লা, রেজাউল হক তবা, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, নবনির্বাচিত কাউন্সিলর জহুরুল হক স্বপন, আব্দুল গাফার, খন্দকার মজিবুল হক, শিপ্রা বিশ্বাস, রাবেয়া খাতুন ও মনোয়ারা খাতুন, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল হক স্বপন, উপজেলা মৎসজীবী লীগের উপজেলা আহবায়ক রেজাউল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসান, সাকিব রকি প্রমুখ।