আমারই চারিধার ভাংগিতেছে পাড়
ভাংগনের শব্দ শুনি বসে
এ জীবনের বাক করে ঘুরপাক
পায়ের মাটি যাচ্ছে ধ্বসে।
শুধু শুনি হা-হুতাশ শুনি মিথ্যে দীর্ঘশ্বাস
বিশ্বাস করবো আর কাকে
এ যে স্বার্থের বালির বাধ ঢেউ করলেই আঘাত
ঝুরঝুর ঝরে পড়ে পাকে।
সাধু সাজে চোর করে তোড়জোড়
স্বার্থের ঝুলি ভরে সারাবেলা
যে টুকু বিনয় সবই অভিনয়
নিশিদিন করে ছলাকলা।
আপন আপন করি আপন হাত ধরি
আপন কি কেউ হয় ?
আঁধার এলে ছাঁয়া যায় চলে
কেউ আপনার নয়।