তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভবানীপুর গ্রাম বিএনপি এ আয়োজন করে।
ভবানীপুর গ্রাম বিএনপির সভাপতি জারজিস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মোল্লা।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সুলেরি আলভী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শান্ত আহম্মদ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন যেন সমাজে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমাদের আগামী দিনের গণতন্ত্র এগিয়ে নিতে হবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যেন কারো ওপর আক্রমণ না করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। দীর্ঘ আঠারো বছর পর কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এ যেন এক রাজনীতির মিলন মেলা।