মানুষ চলাচলের রাস্তায় লাল শাক শুকিয়ে জনদূর্ভোগ সৃষ্টির অভিযোগে আব্দুল হালিম ও আব্দুর রহমান নামের দুই কৃষককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
আব্দুল হালিম গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে ও আব্দুর রহমান একই উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আবু শামা মন্ডলের ছেলে। জনদূভোর্গ আইন ১৯৬০ এর ২৯১ ধারায় এ দু কৃষককে পাঁচ শ
গতকাল বুধবার বিকালে সাহারবাটি-হিজলবাড়িয়া রাস্তা ও মালশাদহ-হিজলবাড়িয়া রাস্তায় এ অভিযান চালান তিনি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জানান, সাহারবাটি-হিজলবাড়িয়া রাস্তা ও মালশাদহ-হিজলবাড়িয়া রাস্তা পাকা রাস্তা দুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক সময়ে এলাকার কৃষকরা লাল শাকের বীজ বের করার জন্য রাস্তাগুলোতে শুকাতে দেন। যার ফলে রাস্তাগুলোতে জনদূর্ভোগ বেড়েছে। রাস্তাগুলোতে এখন থেকে অভিযান পরিচালনা করা হবে।