দুবার সামান্য ভোট পরাজিত হয়েছি। এবার আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে না চাইলেও ভোটাররা আমাকে বাধ্য করিয়েছে ভোট করতে। ভোটারদের চাপের জন্যই আমি ভোট করছি। ভোটারদের কাছ থেকে সাড়াও পাচ্ছি এবার।
৭ নং ওয়ার্ডে ভোট চাইতে এসে এক সাক্ষাতকারে মেহেরপুর প্রতিদিনকে এ কথা জানান ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোকসানা কামাল রুনু।
৩ নং (৭,৮,৯)ওয়ার্ডে আনারস মার্কা প্রতিক নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তৃতীয় বারের মত ভোট যুদ্ধে নেমেছেন রোকসানা কামাল (রুনু)।
রোকসানা কামাল (রুনু) জানান, প্রথম বারে পান পাতা মার্কা নিয়ে ও পরের বার রিবসা মার্কা প্রতিক নিয়ে ভোট করেছি। খুব সামান্য ভোটে হেরেছি। এবার আনারস মার্কা নিয়ে ভোট করছি। প্রতিদিনই মাঠে ময়দানে ভোট চাইতে যাচ্ছি। সাধারণ ভোটাররা আমাকে ভোট দেবেন বলে জানাচ্ছেন। এবার বিশেষ করে নারী ভোটটাররা কোমর বেঁধে আমার পক্ষে কাজ করছেন।
ভোটে জিতলে অসহায় নারীদের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করবেন বলে জানালেন এই প্রার্থী।
তার কর্মী জোবেদা খাতুন জানালেন, খুব বড় মনের মানুষ রুনু আপা। সে এলাকার মানুষের মন জয় করেছে। এবার ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।