জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে এক ঔষধ ফার্মেসীতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টার সময় জীবননগর পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জীবননগর পৌর শহরের পোস্ট অফিসের সামনে তরফদার মেডিসিন হাউজে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি স্যামপোলের ঔষধ বিক্রি করার অপরাদে তরফদার মেডিসিন হাউজের মালিক ইব্রাহিম খলিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ।
-জীবননগর প্রতিনিধি: