পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। উৎসবের আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। সাধারন মানুষের মাঝে চলছে পছন্দের জামা কাপড়সহ যাবতীয় কেনা কাটা।
তবে এবার সাধারন মানুষের চেয়ে জীবননগর উপজেলায় এবার ভিন্ন হচ্ছে গৃহহীন ভূমিহীন ২৪টি পরিবারের ঈদ আনান্দ। ভিন্ন রকম এক ঈদ আনান্দে মাতবেন এই পরিবার গুলোর সদস্যরা ।
মঙ্গলবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সকাল সাড়ে ১১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জীবননগর উপজেলার ২৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকীসহ উপকারভোগী, সুধী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।