জীবননগরে শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মামুনুজ্জামান ,দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি কাজী শামসুর রহমান চঞ্জল,মাই টিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ ।
অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ বিষায়ক বক্তব্য রাখেন, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাবেয়া খাতুন, সানজিদা আক্তার, সাদিয়া তাসমিম, জান্নাতুল মাওয়া এবং জীবননগর ডিগ্রী কলেজের ছাত্র রিয়াদ হাবিব।
উল্লেখ্য অনুষ্ঠানটি গত ৭বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই,ই,এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্ঠি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।