জীবননগরে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে দুই শতাধীক অসহায় হতদরিদ্র মানুষের বিনামুল্যে নাক, কাল, গলায় সমস্য জনিত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির সীমান্ত ইউনিয়নের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীশান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাবুল ইসলাম মিল্টন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডাঃ সুমন কর্মকার ,সাংবাদিক মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসমলাম ,পল্লী চিকিৎসক ফারজানা,ইসরাত জাহান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন।