জীবননগরে রাতের আধারে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি নগদ অর্থসহ ৭লক্ষ টাকার মালামাল লুট ।শুক্রবার রাত ২টার সময় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে হামিদুজ্জামান টিটোর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক অভিযোগ করে বলেন,শুক্রবার রাত ২টার দিকে আমাদের বাড়ির গেটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমার ঘরে বেশ কিছু ব্যাক্তি দেশীয় হাসুয়া,চাইনিজ কুড়ুল হাতে মুখে মুখোশ পরে আমাদের পরিবারের ৪জন সদস্যর চোখ,মুখ বেধে একটি ঘরে জিম্মি করে রাখে।এবং গলায় গাসুয়া ধরলে ৭ভরি স্বর্ণের গহনা,১৬ ভরি রুপার গহনা,নগদ টাকাসহ ৭লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।আমরা কাউকে চিনতে পারি নাই সবার মুখে মুখোশ পরা ছিল ।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শুক্রবার রাতে মিনাজপুরে গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ।
এ সংবাদ শুনে রাতেই আমরা ওই বাড়িতে গিয়েছি ।তবে এ বিষয়টি আমরা তদন্ত করছি তদন্ত শেষে এর সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করা হবে ।এদিকে জীবননগর উপজেলায় হঠাৎ করে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারন মানুষের মধ্যে চরম আতস্ক বিরাজ করছে ।##