জীবননগরে ২কোটি ৬৫লাখ ১৫হাজার টাকা ব্যায়ে ৪টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া,ধান্যখোলা,হরিহরনগর ও মেদনীপুর গ্রামে এ রাস্তার কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।
রাস্তা উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন,বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে সব আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে থাকে। গ্রাম এখন শহরে রুপ নিয়েছে প্রতিটি গ্রামে রাস্তা ,ঘাট,স্কুল, কলেজ,মাদরাসা,এমন কোন জায়গা নেই যেখানে দেশনেন্ত্রী শেখ হাসিনার ছোয়া লাগেনী। গ্রামের মধ্যে রাস্তার পাশে এখন ড্রেন নিমান করা হচ্ছে যেটা কখনও গ্রামের মানুষ ভাবেনি গ্রামের মধ্যে ড্রেন হবে সেটা প্রধানমন্ত্রী করে দিচ্ছেন ।
এত উন্নয়নমূল কাজ করা সত্বেও জামায়াত-বিএনপির নেতাদের এ সমস্থ উন্নয়নমূলক কাজগুলো চোখে পড়বে না। আগামি জাতীয় সংসদ নিবাচন এই নিবাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং আমরা সকলে একত্রিত হয়ে জামায়াত-বিএনপির অপপ্রচারের জবাব দিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোতুজা, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন প্রমুখ।