জীবননগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে ছাত্র- ছাত্রী ভর্তি কার্যক্রম চালু করতে অভিভাবক ও স্থানীয় লোকজনের অবহতি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় মনোহরপুর অবস্থিত জীবননগর কারিগারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুবদের কর্মঠ হিসেবে গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদ্ধপরিকল্পনা ছিল। সেটি আজ বাস্তবে পূরণ করছেন জননেন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার কারিগারি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। কারিগারি শিক্ষায় শিক্ষা গ্রহণ করলে চাকরীর আসায় বসে থাকা লাগবে না।
দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ১০০টি কারিগারি স্কুল এন্ড কলেজের মধ্যে প্রথম ধাপে আমাদের জীবননগরসহ ৩৫টি কারিগারি স্কুল এন্ড কলেজ খুব শিঘ্রই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্তানকে দক্ষ হিসেবে গড়ে তুলতে জীবননগর কারিগারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ ও ৯ম শ্রেীণতে ভর্তি করে দেশের অর্থনেতিক চালিকা শক্তি আরও বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব( উন্নয়ন)অজিত কুমার ঘোষ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আটম মারুফ আল ফারুকী, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানসহ চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিতরণ করা হবে চলতি মাসের ১৫ তারিখ থেকে। ৬ষ্ঠ শ্রেণীতে ১২০জন এবং ৯ম শ্রেণীতে ৯০জন শিক্ষাথী ভর্তি হওয়ার সুযোগ পাবে ।