জীবনের লক্ষ্য স্থির করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে একদিন সফলতা আসবেই। রবিবার কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবধনা ও নতুন ভবন উদ্ভোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যেশে এ কথা বলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
প্রধান শিক্ষক ইছাহক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার,কোটচাঁদপুর আওয়ামীলীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সিনিয়ার সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ সভাপতি মোঃ লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার তাজুল ইসলাম, ,বীর মুক্তিযোদ্ধা ওসমা গণি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোমেন আল আরাফাত,মঈদ উদ্দিন খান,মফিজুর রহমান, সাইফুর রহমান, রিপনা খাতুন,রবিউল ইসলাম,আবু রাসেল,নাসরিন আক্তার।
এর আগে তিনি বিদ্যালয়ের নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেন। ।
এ সময় তিনি ওই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন ।