জুম প্রতিনিয়ত তার অ্যাপে নতুন ফিচার আনতে শুরু করেছে। সম্প্রতি তারা অ্যাসিনক্রোনাস একটি ভিডিও টুল যুক্ত করে চলেছে। এই নতুন টুলের মাধ্যমে ব্যবহারকারীরা রেকর্ড করতে পারবে ভিডিও। শুধু রেকর্ড নয়, তারা নতুন টুলের মাধ্যমে ভিডিও এডিট করে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবে। সেজন্য ব্যবহারকারীকে এখন আর মিটিং থেকে সরে আসতে হবে না।
জুমের এই নতুন ফিচার পাবলিক বেটাতে পাওয়া যাচ্ছে। নতুন টুলে একটি ডেডিকেটেড কন্টেন্ট লাইব্রেরি যুক্ত করা হয়েছে। এই লাইব্রেরিতে ম্যানেজ, রিনেম, সার্চ ফর, ডাউনলোড অর ডিলেট ক্লিপস অপশন রয়েছে। নতুন ফিচারটি জুমের ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে। তাছাড়া জুমের ওয়েব পোর্টাল, ম্যাক মেনু বার এবং উইন্ডোজ সিস্টেম ট্রে এর মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ডার এখন পুরো স্ক্রিন এবং ওয়েবক্যাম ফিড রেকর্ড করতে পারবে। তাছাড়া ভিডিওতে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অথবা ব্যবহারকারীর ডেস্কটপের সামান্য একটি অংশ রেকর্ডের সুবিধা রয়েছে।
ভিডিও রেকর্ড করার পর ব্যবহারকারীরা ভিডিওর শিরোনাম দিতে পারবে। সেইসঙ্গে ভিডিও ডেসক্রিপশন আর ট্যাগ দেয়ার সুযোগ রয়েছে। ওই একই পোর্টাল থেকে রেকর্ড করা ভিডিও ইমেইলের মাধ্যমে জুমের ওয়েব পোর্টালে পাঠানো যাবে।
অনেক সার্ভিসই অ্যাসিনক্রোনাস ভিডিও টুলের দিকে এগিয়ে যাচ্ছে। জুমেও নতুন এই টুলের মাধ্যমে অনেক দলীয় কাজ করা সহজ হবে। নতুন এই টুল ব্যবহারের পেছনে যুক্তিও রয়েছে। ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ কর্মী ভিডিও কলের ব্যবহার করেন। ৭৫ শতাংশ লোকই শেয়ারিং এর সুবিধা না পাওয়ায় মিটিং ভার্চুয়ালি করতে রাজি হয় না। জুম মূলত এই ব্যবহারকারীদের ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ নিয়েছে।
সূত্র: ইত্তেফাক