ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে বৃহস্পতিবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করে আদালত।
ভ্রাম্যমান আদলতের ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকারের উপ-পরিচালক সুচন্দন মন্ডল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খাদ্যদ্রব্যের দাম বেশি রাখাই শিমুল স্টোর এর মালিক আবদুল কাদেরকে পাঁচ হাজার টাকা এবং নারায়ণ স্টোরের মালিক কে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আইন অমান্য করে গ্যারান্টি জুয়েলার্সের মালিক উজ্জল ভৌমিক এর দোকান খোলা রাখার দায়ে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত বাজারে মাইকিং করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৮টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খোলা রাখতে বলেছে এবং অন্যান্য দোকান বন্ধ রাখতে বলেছেন । মাস্ক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেছেন।