মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হরিণাকুণ্ডু উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে।
গতকাল রবিবার বিকাল ৩টায় বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ¦ীতাপূর্ণ এ খেলায় কালীগঞ্জ উপজেলাকে হরিণাকুণ্ডু উপজেলা ৩-২ সেটে পরাজিত করে।
বিজয়ী এবং বিজিত দলের মধ্যে ট্্রফি বিতরণ করেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এছাড়া জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে উভয় দলকে ২০হাজার টাকা করে প্রাইজমানি এবং খেলা পরিচালনায় অংশগ্রহনকারী সকলের মাঝে উপহার সামগ্রী তুলে দেন কাইয়ুম শাহরিয়ার হিজল।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা,
ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল, কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও ক্রীড়ানুরাগী সূধী এবং দর্শকবৃন্দ। এ টুর্নামেন্ট গত ২৯নভেম্বর শুরু হয়ে গতকাল রবিবার শেষ হয়েছে।