ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে আলমসাধুর ধাক্কায় শাহিন হোসেন (১৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
সোমবার সকালে বৈডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন সদর উপজেলার উত্তরনারায়পুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে শাহিন উদ্দিন ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বৈডাঙ্গা বাজারে যাচ্ছিল। বাজার এলাকায় পৌঁছালে একটি আলমসাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
-ঝিনাইদহ প্রতিনিধি