ঝিনাইদহে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট(আরইএল আই) প্রজেক্টের কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ এ সভায় স্যোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ জেলা কর্মকর্তা অসিম কুমার সাহা, ইউপি সচিব প্রতাপ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস।
এছাড়াও সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
এসময় আয়োজকেরা বলেন, সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে অদ্যাবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ৩৫টি জেলার ১৫৯টি উপজেলার পিছিয়ে পড়া ৯ হাজার ৩শত ১৪টি গ্রামে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানটি এসডিএফ আঞ্চলিক অফিস,যশোর এর সহযোগিতায় আয়োজন করে এসডিএফ’র ঝিনাইদহ অফিস।