ঝিনাইদহ শিকারপুর উত্তরপাড়া ফাতেমা-মিজান হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও ইফতার পরবর্তী রাতের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ইফতার ও ইফতার পরবর্তী রাতের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।
২০১৫ সালে ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান কাজলের একক প্রচেষ্টায় এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। এখন প্রায় ৪০ জন এতিম শিশু এখানে পড়াশোনা করছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ আখতারুজ্জামান কাজল জানান, ঝিনাইদহের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের শিশুদের এখানে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করানো হয়। খাওয়া-দাওয়া, পোষাক, বইপত্র সবকিছু প্রতিষ্ঠান বহন করে আসছে। প্রতিষ্ঠানে আলী আজম ও আলাউদ্দিন নামে দুইজন হাফেজ এতিমখানার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে।
ঝিনাইদহ জেলা পরিষদের কিছু অনুদান ছাড়া আর তেমন কোনো অনুদান মেলেনি। প্রতিষ্ঠাতা মানসিক প্রশান্তির স্থান থেকে এই গুরুদায়িত্ব কাধে নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি আশাবাদী এখান থেকে এক সময় শত শত হাফেজ বের হয়ে দীন ও দশের সেবাই নিয়োজিত হবেন।