দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো চরম ক্ষতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে পাশাপাশি শিক্ষকদের নেই কোনো আয়ের উৎস। এমতো অবস্থায় মানবেতর জীবন যাপন করা শিক্ষকদের পাশে দাঁড়ালেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান।
সোনালী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রম এর আওতায় চলমান করোনাভাইরাস (covid-19) এর কারণে ঝিনাইদহ পৌরসভার মধ্যে ৪৫ টি ক্ষতিগ্রস্ত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মাঝে মঙ্গলবার সকাল১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ লক্ষ্য ৭৪ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা।
ঝিনাইদহ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, চারু গৃহ শিশুস্বর্গ প্রি স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু সহ সকল কিন্টারগার্টেন স্কুলের পরিচালকবৃন্দ।