পুকুর কাঁটাসহ নানা কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে বিএডিসির সেচ বিভাগের অর্থায়ণে জেলাব্যাপী খালকাটা কর্মসুচি চালুকরা হয়েছে।
সোমবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী খালের সাড়ে ৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সেরাজ কুমার নাথ।
জেলা প্রশাসক এ সময় ভেকু গাড়ি দিয়ে নিজেই খাল কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, বিএডিসির ঝিনাইদহ জোনের সহকারী প্রকৌশলী মাযহারুল ইসলাম, সাধুহাটী বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আলতাফ হোসেন,
বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৌরভ কুমার, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন ও মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বিশ্বাস, সাধুহাটীর ইউপি মেম্বর মুরসালী, মতিয়ার মালিথা ও সাংবাদিক গিয়াসউদ্দীস সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএডিসি সুত্রে জানা গেছে, সাধুহাটী ফার্ম থেকে সদর উপজেলার চোরকোল পয়েতাপুর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার খাল কাটা হবে এতে ব্যয় হবে।
ঝিনাইদহ বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৌরভ কুমার জানান, জেলা ব্যাপী খাল পুনঃখননের অংশ হিসেবে সদরের বংকিরা গ্রামের কাজলের খাল, রাঙ্গিয়ার পোতা দোলতেমারা খাল, কুশাবাড়িয়া, কালিকাপুরের চাতরার খাল, নিজপুটিয়া ও শৈলকুপার দুলালপুর মিলে প্রায় ২৭ কিলোমিটার খালকাটা হয়েছে।
এ জন্য দুইলটে ব্যয় হচ্ছে প্রায় ৩৪ লাখ টাকা। খাল খনন ও পুনঃখননের ফলে জলাবদ্ধতা দুর হবে বলে কৃষকরা জানিয়েছেন।