ঝিনাইদহ হতে চাঞ্চল্যকর চাচা হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মঙ্গলবার বিকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী ঝিনাইদহ জেলার সদর থানার কোদালিয়া এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন ২টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানার কোদালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ভাতিজার হাতে চাচা হত্যা মামলার প্রধান আসামী একই উপজেলার জাদবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলার যাদবপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা শহিদুল ইসলাম এর কোদালের আঘাতে আওলাদ হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়।
এ বিষয়ে ভিকটিমের ছেলে-সাব্দার রহমান (৪৪) বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।