ঝিনাইদহে জামায়াত নেতাকে সদর উপজেলা সৈনিক লীগের আহবায়ক করায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এতে করে সৈনিক লীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে। চলছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে তদন্তপূর্বক করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জেলা সৈনিক লীগ ও সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ।
অভিযোগে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের বদর উদ্দিনের ছেলে ফিরোজ আহমেদ দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি করে আসছিল। গোপনে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপÍ সভাপতি ও সংরক্ষিত ঢাকা-১ আসনের এমপি শিরিন আহম্মেদের সাথে যোগাযোগ করে এবং তাকে ভুল বুঝিয়ে নিজে সদর উপজেলা আহবায়ক হয়ে একটি কমিটি করে আনা হয়েছে।
কমিটি করে আনার পর ঝিনাইদহ জজ আদালতের সামনেসহ শহরের বিভিন্নস্থানে বিলবোর্ড টাঙিয়েছে। তার ভাই জাহিদুল ইসলাম জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক আইনে মামলা হয়। সেটি এখানো চলমান রয়েছে। এ ঘটনায় জেলা সৈনিক লীগের সভাপতি সৈয়দ আল ইমরান ও সাধারন সম্পাদক আব্দুল মান্নান রানা কমিটির বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর একটি অভিযোগ পাঠিয়েছেন।
সেই অভিযোগে স্থানীয় সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও সাধারন সম্পাদক মুন্সি মোঃ শাহিন রেজা সাইদ সুপারিশ করেছেন। এব্যাপারে ঝিনাইদহ সদরের আহবায়ক ফিরোজ আহমেদের সাথে জামায়াত নেতার সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।