শুরু হয়েছে আজ ১৪ই এপ্রিল থেকে ২১এপ্রিল পযন্ত সারা বাংলাদেশ ব্যাপী কঠোর লকডাউন, কিন্তু করোনাভাইরাসের মধ্যে সামাজিক দুরুত্ব বজায় না রেখে এবং সরকার ঘোষিত ৭দিন লকডাউন না মেনে লকডাউনের প্রথম দিনেই ঢাকা থেকে সাতক্ষীরা গামী ট্রাকে অভিনব কায়দায় ২৭জন যাওয়ার সময় ঝিনাইদহের ফায়ারসার্ভিস অফিসের সামনে থেকে আটক করে ঝিনাইদহ জেলা প্রশাসন। সেই সাথে জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। যাদের আটক করা হয়েছে তাদের সবার বাড়ি সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। পেশায় সবাই দিন মজুর ইট ভাটায় কাজ করেন। তারা এখন সবাই অবস্থান করছেন ঝিনাইদহ উপজেলা ফায়ারসার্ভিসের পাশে, তারা জানায় ঝিনাইদহ জেলা প্রশাসক স্যারের নিকট আমাদের আবেদন আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করার আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমরা ভুল করে ফেলেছি এবারের মতো আমাদের একটু ব্যবস্থা করুক।