ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এমএ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর সার্কেল এএসপি আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রুহুল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজীব হাসান। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু। আলোচনা সভা শেষে অতিথীরা ৯ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। বাংলা ৭১ পত্রিকা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের মধ্যে আলোচিত হয়েছে। তিনি বাংলা ৭১ পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান।