ঝিনাইদহের সদর উপজেলার চন্ডিপুর জোয়ার্দার পাড়া ও লষ্কারপাড়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে বুধবার সকাল নয়টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ রক্তের গ্রুপ নির্ণয় করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংশপ্তক’।
করোনা বিপর্যয়ের কারণে যখন প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়, ঠিক সেই সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন সংশপ্তক নামক সামাজিক সংগঠন । মানব কল্যাণের ধারাবাহিকতায় পূর্বে আরো দুইটি ফ্রি মেড্যিাকল ক্যাম্পেইন সম্পন্ন করে সংগঠনটি। এতে উপকৃত হন অত্র এলাকার সাধারণ মানুষ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে আসেন ডাঃ ফাইনুল ইসলাম (মেডিক্যাল অফিসার, সনো হাসপাতাল, কুষ্টিয়া)। রক্তের গ্রুপ নির্ণয় করেন, শিউলি আক্তার (আল-আকসা ডায়াগনস্টিক সেন্টার, ডাকবাংলা বাজার)।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, মনিরুল ইসলাম, শমসের আলী জোয়ার্দার, আব্দুর রাজ্জাক লষ্কার সহ সংশপ্তকের সকল সদস্যবৃন্দ।
সংশপ্তক সংগঠনের সভাপতি মো: আলমগীর হোসাইন বলেন, ” সংশপ্তক” সংগঠনটি সামাজিক সেবা ও অসহায়, দু:স্থ, দরিদ্র মানুষের পাশে থাকবে সর্বদা। সংশপ্তক সংগঠনটি এমন ভাবে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে যাবেন আগামীতেও। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত পক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এমন সব সামাজিক কার্যক্রম ব্যবস্থা সমাজের জন্য পাথেয় হিসেবে কাজ করে যাবে সামাজিক সংগঠন ‘ সংশপ্তক’।
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামের চাকরিজীবী, প্রবাসী, যুব ও ছাত্র সমাজকে নিয়ে গড়ে উঠেছে এই সমাজকল্যাণমূলক সংগঠন ‘সংশপ্তক’। গ্রামের দরিদ্র, অসহায়, এতিম প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ অন্যান্য সহযোগিতায় কাজ করে চলেছে সংশপ্তক।