জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২১ উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, এছাড়া ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী ৫ থেকে ১৯জুন তারিখ পর্যন্ত সারা দেশেরন্যায় ঝিনাইদহে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২১ অনুষ্ঠিত হবে।
এই ক্যাম্পেইন চলা কালে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার ৪টি পৌরসভার ১৯৬৮টি অস্থায়ী এবং ৯টি স্থায়ীসহ ১৯৭৭টি ক্যাম্পের মাধ্যমে ৬ থেকে ১১ মাসের ২৭,৯৫৯ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২,০৭,৮৫৯ জন শিশুকে এই টিকা খাওয়ানো হবে বলে জানান।