ঝিনাইদহে ‘সমৃদ্ধি’ প্রকল্পের কাজের অংশ হিসেবে সেবান প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সেবা প্রাপ্তি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর বাস্তবায়নে আজ মঙ্গলবার সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন। সঞ্চালনা করেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বকারী মো: ছাব্দার হোসেন। সেবাপ্রদাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহন করেন ঝিনাইদহ বিসিক এর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, ঝিনাইদহ সদর থানার এস আই মোঃ নূর ইসলাম, ঝিনাইদহ উত্তরা ব্যাংক লি: এর ব্যবস্থাপক প্রশান্ত কুমার বর্মন, ঝিনাইদহ সদর যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ আশরাফুজ্জামান, দৈনিক অবজারভারের ডিস্ট্রিক করোসপোনডেন্ট জাফর উদ্দীন রাজু। বক্তারা স্ব-স্ব অধিদপ্তরের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের দপ্তরের সেবা সমূহ আন্তরিকতার সাথে প্রদানের দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।