ঝিনাইদহে চাচা হত্যা মামলার প্রধান আসামীকে মাগুরা জেলার শ্রীপুর থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান গত ১ মার্চ র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহের চাচা হত্যা মামলার প্রধান আসামী রমজান মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত সাড়ে ১১টার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া বাজারস্থ গোরস্থান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহের চর খাজুরা গ্রামের নিজ চাচাকে হত্যা মামলার পলাতক প্রধান আসামী মো: আলামিন মন্ডলের ছেলে মোঃ রমজান আলী (২৪) কে গ্রেফতার করে।
বুধবার রাতে গ্রেফতারকৃত আসামী’কে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। দ্রুত হত্যা মামলার আসামী গ্রেফতার করায় ঝিনাইদহ র্যাব-৬, জনগনের কাছে প্রসংশিত হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৮ ফ্রেব্রুয়ারি তারিখে ঝিনাইদহ জেলার সদর উপজেলার চরখাজুরা এলাকায় পারিবারিক কলহ ও নিজ জমিতে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী (২৪) নিজ হাতে এলোপাথাড়ি মারধর করে ও পরবর্তীতে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম ও আহত করে।
অচেতন অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ভিকটিমের স্ত্রী মোছা: ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।