চমক দেখিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন অলরাউন্ডার শামীম হোসেন পাটওয়ারী। শুরুর দিকে ভালো পারফর্মও করেন। পরে সেভাবে রান না পাওয়ায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন। দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ঠাঁই হয়নি এ মারকুটে ব্যাটারের। তবে এতোদিন পর স্বরূপে ফিরলেন শামীম।
ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই ঝড় তুললেন ২১ বছর বয়সি এ তরুণ। সাভারের বিকেএসপিতে তিন নম্বর মাঠে সোমবার সিটি ক্লাবের বোলারদের তুলোধোনা করে ছাড়লেন শামীম।
৬৩ বলে ১৩ চার ও ৩ ছয়ের মারে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৪১ বলে প্রথম ফিফটির পর পরের পঞ্চাশ করতে মাত্র ২২ বল খরচ করেন তিনি। তার তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে আবাহনী লিমিটেড।
শুরুতে ১০ বলে ৩ রানে আউট হন মুনিম শাহরিয়ার। এরপর নাইম শেখ ৫১ বলে ৩৭ ও তৌহিদ হৃদয় ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এরপর নাজিবউল্লাহ জাদরান ১২ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ রান করে সাজঘরে ফিরে যান। ফলে ১৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী।
সেখান থেকে ষষ্ঠ উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে ২০.৩ ওভারে ১৭১ রানের বিশাল জুটি গড়েন দলকে বড় সংগ্রহ গড়ে দেন শামীম পাটোয়ারী।