নিশামকে ৩০ রানে ফেরাতে সক্ষম হলেও ল্যাথামকে কিছুতেই দমাতে পারছে না টাইগাররা। এক ল্যাথামই ম্যাচটা করে নিচ্ছে। তামিমদের গলার কাঁটা ল্যাথাম ইতোমধ্যে সেঞ্চুরি করে নিয়েছেন।
ক্রাস্টইচার্চে কিউইরা জয় থেকে দূরে মাত্র ১৭ রান। বল বাকি ২০ টি। এখন নাটকীয় না ঘটলে দ্বিতীয় ম্যাচও নিউজিল্যান্ডের দখলে যাবে।
৪৬ তম ওভারে নিশামকে ক্যাচ আউট করেন মোস্তাফিজ। এর পরের ওভারেই সেঞ্চুরি তুলে দেন ল্যাথাম।
এর আগে শতকের পথে হাঁটছিলেন ওয়ানডাউনে নামা ডেভন কনওয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ডেভনকে (৭২) রান আউট করে টাইগার শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনেন তামিম ইকবাল।
মেহেদি হাসান ও মোস্তাফিজ দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭১ রানের লড়াকু পুঁজি গড়ে অতিথি বাংলাদেশ।