২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল মাত্র রোজ (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্ততের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন।
পরিচালক ক্যামেরন শুক্রবার (১৬ ডিসেম্বর) টরন্টো সানকে (ট্যাবলয়েড সংবাদপত্র) বলেছেন, জ্যাক ও রোজকে একটি কাঠের দরজার ওপর রেখে বিশেষজ্ঞদের সহায়তায় ফরেনসিক বিশ্লেষণ করে তারা দেখেছেন, সেই পরিবেশে দরজার ওপর একজনই টিকে থাকতে পারেন। দুজনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, জ্যাকের মৃত্যু দরকার ছিল। এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা পরিমাপ করা যায়।
আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।
পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়।
চলতি বছর ১৬ ডিসেম্বর তার ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।