ভুয়া তথ্যের সন্ধান পেতে সবার জন্য কমিউনিটি নোটস সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে টুইটার। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে। এত দিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা পেলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে।
টুইটার জানিয়েছে, কমিউনিটি নোটস সুবিধা চাইলেই সবাই ব্যবহার করতে পারবেন না। টুইটারের নীতিমালা ভঙ্গ না করা এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলোতে এ সুবিধা পাওয়া যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি কম্পিউটারেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন তথ্যের সত্যতা যাচাইয়ের পর নম্বর দেবে টুইটার। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে পাঠানো বার্তায় অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্পফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া