জাতীয় ক্রিকেট দলে আবারও ইনজুরির হানা। গতকাল বৃহস্পতিবার শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করা নাঈম হাসান আবারও চোটে পড়েছেন। আঙুলের চোটের কারণে তিনি আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে খেলতে পারবেন না। এ এই তরুণ অফ স্পিনারের ডানহাতের একটা আঙুলের হাড় সরে গেছে।এক্সরেতে চিড়ও ধরা পড়েছে।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে নাঈম ডানহাতের মধ্যমায় আঘাত পান। তিনি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়েছিলেন। প্রচণ্ড বেগে ধেয়ে আসা বলটি তার আঙুলে আঘাত করে। বৃহস্পতিবার এক্স-রে করানোর পর জানা যায়, নাঈমের আঙুলটি ভাঙা। তবু ব্যথা নিয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন বোলিং করে গেছেন নাঈম।
১৫ মাস পর ক্রিকেটে ফিরে দারুণ ফর্মে ছিলেন ২২ বছরের নাঈম। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ ১০৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। বিসিবি জানিয়েছে, আঙুলের চোট সারতে নাঈমের এক মাসের মতো সময় লাগবে। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার আর খেলা হচ্ছে না।