শিল্পীদের নিয়ে কথা বললে নজর কাড়া যায়। পত্রিকা ও টেলিভিশনে খবর হয়। পুলিশ কীভাবে বলে ফেলে, এই এই শিল্পী নজরদারিতে আছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! একটা অনগোয়িং মামলায় পুলিশ কীভাবে এমন কথা বলে!’ ইভ্যালি ইস্যুতে এক গ্রাহকের করা মামলায় তিন শিল্পীকে অভিযুক্ত করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনারের বক্তব্যে এ প্রতিক্রিয়া জানালেন বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় অভিযোগ প্রমাণিত হলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।’ রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গত শুক্রবার সাংবাদিকদের তেমনটিই জানিয়েছিলেন।
তিনি বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। তাঁদের মধ্যে তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তাঁরা আমাদের নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁরা গ্রেপ্তার হতে পারেন।’