ফিফার টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চাইনিজ চাইপের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের নারী ফুটবল দল। সাফ জয়ী এই দলটি ৪-০ গোলে হেরেছে তাইপের নারীদের কাছে। একই দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুন। ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত ম্যাচ শুরু হওয়ার আগেই অনুমেয় ছিল বাংলাদেশ পেরে উঠবে না।
চাইনিজ তাইপের খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য আর বাংলাদেশের সামর্থ্যের মধ্যে ব্যবধান রয়েছে। তার ওপর দুই দলের র্যাংকিংয়ের পার্থক্য তো আছেই। চাইনিজ তাইপের সর্বশেষ র্যাংকিং ৪০। আর বাংলাদেশ নারী দলের র্যাংকিং ১০০। এই হিসাবটাও বলে দেয় সাবিনারা কত দূর লড়াই করতে পারে।
কালকের ম্যাচে একাদশে রাইট উইংয়ে ছিলেন না সানজিদা খাতুন, মারিয়া মান্ডা। ইনজুরিতে ছিলেন। আগেই দলে নেই কৃষ্ণা রাণী সরকার। সাফে খেলা সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন জাতীয় দল ছেড়েছেন, সাবিনাদের নতুন কোচ পিটার বাটলার কালই প্রথম জাতীয় দলে নিয়ে মাঠে গেলেন। খেলা শেষে জানালেন কোথায় কোয় বুল ছিল। সেগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করতে চান তিনি।
সূত্র: ইত্তেফাক