আকাশে মেঘের গর্জন যেন
বন্দুকের গুলির শব্দ
শত্রুরা তোমায় হত্যা করে
হৃদাকাশ করে স্তব্ধ।
মোদের কান্নায় অশ্রু সজল
ঝরে ঝরঝর বৃষ্টি
ব্যথাতুর হৃদয় পাথর হয়ে
করে দুর্গম পাহাড় সৃষ্টি।
তোমায় হারিয়ে হে মুজিবুর
জাতি বিবেক শূন্য
তোমায় যারা হত্যা করেছে
তারা সবার ঘৃণ্য।