মেটা সম্প্রতি চালু করেছে থ্রেডস। এটি মূলত টুইটারের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। অ্যাপ ভিত্তিক এই পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে ১ কোটিরও বেশি ব্যবহারকারীর এর সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বের ১০০টি দেশ লগইন হয়েছে থ্রেডস। এই অ্যাপটি যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তাতে কিছু সমস্যা তো রয়েছেই। থ্রেডস অ্যাপে এখন সবথেকে বড় সমস্যা হল, গ্রাহকের অ্যাকাউন্ট ডেটা ডিলিট করা।
থ্রেডস অ্যাপে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে আপনাকে ইনস্টা অ্যাকাউন্টও মুছে ফেলতে হবে। খুব সহজ ভাষায় বলতে গেলে আপনার থ্রেডস অ্যাকাউন্টের সব ডেটা মুছে ফেলতে আপনাকে প্রকৃতপক্ষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। এটা অবশ্যই একটা বড় সমস্যা।
থ্রেডস ব্যবহার করতে গেলে এখন সবথেকে সমস্যার বিষয়টাই হল গ্রাহকের নিরাপত্তা। প্রাইভেসি সচেতন গ্রাহকদের কাছে যা বড়ই চিন্তার বিষয়। নতুন অ্যাপটির এফএকিউ (FAQ) পেজে লেখা হচ্ছে, ‘পৃথক পোস্ট আপনি সবসময়ই মুছে ফেলতে পারেন। তবে আপনার থ্রেড প্রোফাইল এবং ডেটা মুছে ফেলতে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই মুছতে হবে।’
আসলে এটি তো ইনস্টাগ্রামের ডেভেলপরাদের তৈরি। তাই এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইনস্টাগ্রামের হাতে থাকাটাই স্বাভাবিক। আপনার থ্রেডস প্রোফাইলটি যদি ডিঅ্যাক্টিভেট করতে যান, তাহলে আপনার সেই প্রোফাইল থেকে করা সমস্ত পোস্ট, ইন্টার্যাকশন, কমেন্ট ইত্যাদি অদৃশ্য হয়ে যাবে। তবে তার মানে এই নয় যে, আপনার থ্রেডস ডেটা ডিলিট হয়ে যাবে। তা কিন্তু একেবারেই নয়। আপনার ডেটা ইনট্যাক্ট থাকবে ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর কোনও প্রভাব পড়বে না।
আপনি যখন থ্রেডস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলছেন, তখন তা নিজে নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যাবে লগইনের জন্য। মেটার প্রাইভেসি পলিসি অনুযায়ী, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই তথ্য বিভিন্ন কাজে লাগানো হয়। তার মধ্যে যেমন আপনার প্রোফাইল ইনফো থ্রেডসে ইম্পোর্ট করার বিষয় রয়েছে, তেমনই আবার আপনার পছন্দ অনুসারে ফিড টেলর করার ব্যাপারও।
সূত্র: দ্য ভার্জ