দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন মেহেরপুর শহরের কাসারীপাড়ার আমিরুল ইসলাম (৫৩)।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টার সময় কেপাটাউনে তিনি মৃত্যুবরণ করেন। আমিরুল ইসলাম সংসারের উন্নতির আশায় ২০১০ সালে দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। তিনি কাসারীপাড়ার আওলাদ হোসেনের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মেহেরপুরের কাসারীপাড়ায় বসবাস করেন।
আমিরুল ইসলাম মেহেরপুর জেলা ফুটবল দলের কৃতি ফুটবলার ছিলেন। সাঁতার ও অ্যাথলেটিক্সেও তার ভালো অবস্থান ছিলো।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার লাশ দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বৈদেশিক মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।