মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রোকন বিশ্বাস ও হাসান বিশ্বাস খুন মামলায় ৫ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। এদের মধ্যে আব্দুল হাকিম ও কালু নামের দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামীরা হলেন আব্দুস সালাম,তারাচাঁদ ফকির, মামলত হোসেন স্বীকারোক্তি না দিলেও কারাগারে আটক আছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, আমরা এ পর্যন্ত পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে দুইজন। আসামিরা সকলেই জেল হাজতে রয়েছে। আমরা আশা করছি দরবেশপুর জোড়া খুনের মামলার সম্পূর্ন তথ্য অতি দ্রুত পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনগনের সামনে তুলে ধরবেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামের শোলমারী বিলে মাছ পাহারা দেওয়ার সময় যুবলীগ নেতা রোকনুজ্জামান বিশ্বাস ও তার চাচাতো ভাই হাসান বিশ্বাস নামের দুই জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর দিন মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী আলেয়া খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিনিধি: