দর্শনার দুধপাতিলায় বৈকালীক আখচাষে “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার সময় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের চৌরাস্তা মোড় বটততলায় চাষিদের সঙ্গে আখ চাষ “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়।
মিলস্ গেট (পূর্ব) সাবজোনের ১০নং ইউনিটের আয়োজনে দুধপাতিলা গ্রামে চাষিদের সঙ্গে চাষিদের আখ চাষে উৎসাহিত করতে “উঠান বৈঠকে” আলোচনা করেন দর্শনা কেরুজ চিনিকলের চাষি বান্ধব ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি বলেন, এচিনিকলটিকে কেন্দ্র করে এলাকার চাষিরা একসময় ব্যাপক আখচাষ করতো। বর্তমান বিভিন্ন কারণে আখ চাষ কমে গেছে। এভাবে চলতে থাকলে একদিন আখের অভাবে জেলার ঐতিহ্যবাহি চিনিশিল্প এবং একমাত্র অর্থনৈতিক চালিকা শাক্তির প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে। এতে করে এলাকার অনেক মানুষ বেকারত্ব সহ থেমে যাবে অর্থনীতির চাকা। তাই প্রতিষ্ঠনটিকে বাঁচাতে এলাকাবাসিকেই উদ্যােগ গ্রহণ করতে হবে। চাষিদেরকে অন্য আবাদের পাশাপাশি কম,বেশি আখ চাষ করত হবে।
কেরুজ চিনিশিল্পকে লাভজনকে পরিণত করতে যোগদানের পর থেকে আখ চাষ বৃদ্ধির লক্ষে কেরুজ মিল জোন এলাকায় ছুটছেন চাষিদের দ্বারে,দ্বারে। তেমনি প্রতিদিন কোন না কোন এলাকার চাষিদের সঙ্গে উঠান বৈঠক সহ সোজন্য মূলক আলোচনায় বসছেন।
এসময় উপস্থিত থেকে আরো আলোচনা করেন, সদরদপ্তর হতে আগত অতিথি শহীদ উল্লাহ খান সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।