চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া শেখ পাড়ার মাদক ব্যাবসায়ী হামিদুলকে প্রাইভেটকার তল্লাশি করে ২৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেছে র্্যাব ৬।
গতকাল সোমবার দুপুরের দিকে যশোর ফরিদপুর রোড থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি বিশেষটিম। হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের আমির হামজার ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মাদকসহ একটি প্রাইভেটকার যশোর হতে ফরিদপুর যাবে। খবর পেয়ে কোম্পানী অধিনায়কের নেতৃত্বে আভিযানিক দলটি মাগুরা জেলার সদর থানাধীন টেক্সটাইল মিলগেইটের সামনে যশোর টু মাগুরাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে একটি প্রাইভেটকার হতে মো. হামিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার প্রাইভেট কার তল্লাশি করে ২৯৬ বোতল ফেন্সিডিল, ১ টি প্রাইভেটকার, ১টি মোবাইলসহ তাকে আটক করে।