দর্শনায় কনিকা বেগম (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী কনিকা বেগম (২৩) স্বামীর উপর অভিমান করে নিজ বসত ঘরের শয়ন কক্ষের আড়াই ওড়না জড়িয়ে আত্মহত্যা করে।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক সুত্রে জানাগেছে, গত ৪ বছর পূর্বে নিহত কনিকা খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল করিমের সাথে। বিয়ের ৩ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। এ কন্যা সন্তান জন্ম নেওয়া পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে দন্দ হয়ে আসছে।
সোমবার স্বামীর নির্যাতন সইতে না পেরে নিজ বসতঘরের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর।