skills for Employment investment progrem (seip) এর উদ্যোগে ৩মাস ব্যাপী বেকার যুবকদের গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নে ও পল্লী কর্মসহায় ফাউন্ডেশন পিকে এস এফের সহযোগিতায় ট্রেড টেনিং সেন্টারে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশিক্ষন বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, অডিট বিভাগের কামরুজ্জামান কামাল, ট্রেড ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুস ছালাম ও হিসাব বিভাগের নজরুল ইসলাম।
২০১৬ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন ৪০০ জন যুবককে মোবাইল সাভিসিং ও ৪৫০জন ফ্যাশান গার্মেন্টস এর উপর প্রশিক্ষণ প্রদন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
এছাড়া ইলেক্্রটট্রিক এর উপর ও গ্রাফিক্স এর উপর ৬ মাসের প্রশিক্ষণ শুরু হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারের পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসার দাবী রাখে।
আপনারা জানেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আমাদের উপজেলায় কাজ চলছে। প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে বলেন অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহন করবেন। এটি একটি সময় উপযোগি কার্যক্রম। এ প্রশিক্ষণ শেষে যেমন দেশের কাজে লাগবেন এবং নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এরপর তিনি ৪টি প্রশিক্ষণ রুম পরিদর্শন করে প্রশিক্ষনার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম।
-দর্শনা প্রতিনিধি