দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্ধোধন করলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।
এ সময় তিনি বলেন ডেঙ্গু এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। আগের যে কোন সময়ের তুলনায় এ বছর আক্রান্ত ও মৃত্যর সংখ্যাও বেশি। ডেঙ্গু পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে একে মহামারিই বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই বর্তমানে ডেঙ্গু পরিস্থিতিকে জনস্বাস্থ্যর জন্য জরুরী অবস্থা হিসাবে ঘোষনা করতে সরকার পরামর্শ দিয়েছে। ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রন ও প্রতিরোধের লক্ষে দর্শনা পৌরসভায় মশক নিধনের শুভ উদ্ধোধন করা হলো।
গতকাল সোমবার বেলা ১২ টার দিকে দর্শনা থানা চত্বরে মশক নিধনের কার্যক্রম শুরু করে।এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাবির হোসেন মিকা, এস আই টিপু সুলতান, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, সাবেক কাউন্সিলর কানছু মাতবর প্রমুখ।