দর্শনায় ফেনসিডিল সহ অনিক বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে, এস আই রাম প্রসাদ ও এ এস আই তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন রাজারস্থ রাবেয়া সুপার মার্কেটর গলি জৈনক আশরাফ হার্ডওয়ারর দোকানের সামনে।
এসময় আমদানী নিষিদ্ধ ভারতীয ৪৮ বোতল ফেন্সিডিল সহ অনিক বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের উত্তরপাড়ার নাছির উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় গতকাল শনিবার মামলা নং-২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৪ (খ) রুজু করে আসামীকে চুয়াডাঙ্গা আদালতের কোট হাজতে প্রেরন করা হয়েছে।